Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতাসমূহ ডিজিটাল উপায়ে বিতরণের লক্ষ্যে বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীর ডাটা এন্ট্রি কার্যক্রম শুরু ।
বিস্তারিত

 

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতাসমূহ ডিজিটাল উপায়ে বিতরণের লক্ষ্যে বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীর ডাটা এন্ট্রি কার্যক্রম শুরু ।

 

সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় চাঁদপুর জেলায় ভাতাসমূহ ডিজিটাল উপায়ে বিতরণ (Electronic Fund Transfer) এর লক্ষ্যে ০৬ মার্চ ২০১৯ খ্রিঃ হতে চাঁদপুর জেলার হাইমচর উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন কেন্দ্রে বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীর ডাটা Management Information System এ অর্ন্তভুক্তিকরণ (Entry) কার্যক্রম শুরু হয়েছে।

আপনার পরিচিত সকল বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীকে স্বশরীরে জাতীয় পরিচয়পত্রের মূল কপি, ভাতার বই, নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটো কপি ও একটি চালু মোবাইল ফোন নম্বরসহ (নিজ অথবা স্বজনের/ প্রতিবেশির) সংশ্লিষ্ট ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রে উপস্থিতির বিষয়টি অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

বিস্তারিত জানতেঃ

 

অনলাইন যোগাযোগ

 

ইমেইলঃ usso.haimchar.chandpur@dss.gov.bd

                           

Facebook: https://www.facebook.com/profile.php?id=100014194063316&epa

 

 

উপজেলা সমাজসেবা কার্যালয় ও তার আওতাধীন কর্মকর্তা/ কর্মচারীগণের নাম, কর্মএলাকা, মোবাইল নং ও ইমেইল ঠিকানা -

             

ক্রঃ নং

কর্মকর্তাদের নাম ও পদবী

কর্ম এলাকা

মোবাইল নম্বর/ ইমেইল

ফেরদাউস আক্তার

উপজেলা সমাজসেবা অফিসার

সমগ্র উপজেলা

০১৭০৮৪১৪৭৬৩

০১৮১৫৬৯৯১৬৪

ferdausregdsschandpur@gmail.com

মোহাম্মদ হোছাইন

ইউনিয়ন সমাজকর্মী

 

০১৭১৬২৫৪৪৮০

নিলুফার ইয়াসমিন

কারিগরী প্রশিক্ষক

উঃ আলগী, গাজীপুর

০১৮১৩৬২৮৭০৬

মোঃ ফারুকুল ইসলাম

কারিগরী প্রশিক্ষক

দঃ আলগী ও হাইমচর

০১৭৯৫৪১৮৪১৬

মোঃ রুহুল আমিন মজুমদার

নৈশ প্রহরী

 

০১৯১১২১৫০৭৫

 
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
06/03/2019
আর্কাইভ তারিখ
30/05/2019